হজ ফ্লাইট শুরু
প্রথম দিনেই সৌদি পৌঁছেছেন ১,২২৪ বাংলাদেশি হজযাত্রী

- আপডেট সময় ০২:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা শুরু করেছেন হজযাত্রীরা। হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘণ্টায় মোট ৪,১৩৬ জন যাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন, যার মধ্যে ইতিমধ্যে ১,২২৪ জন পৌঁছেছেন।
আজ (মঙ্গলবার) পাঁচটি ফ্লাইটে আরও ২,৯১২ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।
গত সোমবার দিবাগত রাত থেকে হজ ফ্লাইট শুরু হয়ে আগামী ৩১ মে পর্যন্ত চলবে। বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, এবার দেশ থেকে ৬৪,২৮০ জন হজযাত্রী ভিসা পেয়েছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭,১০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি কোটা ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এবার হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীদের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে, যা আগের বছরগুলোর চেয়ে ভিন্ন বলে প্রতীয়মান হচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো এবং ফেরত আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে।