০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কিশোর গ্যাংয়ের গুলিতে যুবদল কর্মী নিহত, ছোটভাইকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে। কুপিয়ে জখম করেছে নিহতের ছোট ভাইকে। ছয়ানী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারে সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম মো. শাকিল (২৮)। আহত যুবকের নাম শুভ (২৫)। তিনি নিহত শাকিলের ছোট ভাই। হতাহতরা ওই এলাকার মো. সোলাইমান খোকনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে আসা পাঁচ অস্ত্রধারী সোমবার রাত আটটার দিকে লাবিব নামে এক যুবককে অপহরণের চেষ্টা করে। এ সময় পাশের দোকানে চা-পানরত শাকিল, শুভসহ অন্যরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায় ও কোপাতে থাকে।

এতে শাকিল গুলিবিদ্ধ ও শুভ ছুরির কোপে আহত হন। স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শাকিলকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় এলাকাবাসী ঘেরাও করে অপহরণ ও হামলাকারীদের আটক করে গণপিটুনি দেয়। তাদেরও গুরুতর অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

অভিযুক্তরা হলেন, বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মোরশেদ আলম (২৪), জীবন (২৪) ও মনির (২২)।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কিশোর গ্যাংয়ের গুলিতে যুবদল কর্মী নিহত, ছোটভাইকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৪:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে। কুপিয়ে জখম করেছে নিহতের ছোট ভাইকে। ছয়ানী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারে সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম মো. শাকিল (২৮)। আহত যুবকের নাম শুভ (২৫)। তিনি নিহত শাকিলের ছোট ভাই। হতাহতরা ওই এলাকার মো. সোলাইমান খোকনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে আসা পাঁচ অস্ত্রধারী সোমবার রাত আটটার দিকে লাবিব নামে এক যুবককে অপহরণের চেষ্টা করে। এ সময় পাশের দোকানে চা-পানরত শাকিল, শুভসহ অন্যরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায় ও কোপাতে থাকে।

এতে শাকিল গুলিবিদ্ধ ও শুভ ছুরির কোপে আহত হন। স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শাকিলকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় এলাকাবাসী ঘেরাও করে অপহরণ ও হামলাকারীদের আটক করে গণপিটুনি দেয়। তাদেরও গুরুতর অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

অভিযুক্তরা হলেন, বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মোরশেদ আলম (২৪), জীবন (২৪) ও মনির (২২)।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।