০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বগুড়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৮:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশে দলটির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। বুধবার বিকেলে শহীদ টিটু মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সারজিস আলম উপস্থিত থাকাকালে এনসিপির অভ্যন্তরীণ দুটি পক্ষ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা—দফায় দফায় হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান। কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ স্লোগান দিতে দিতে প্রবেশ করলে, সারজিস আলমের প্রতি বিরূপ স্লোগান শুরু হয়। এতে উত্তেজিত হয়ে সারজিসপন্থীরা পাল্টা প্রতিক্রিয়া দেখালে হাতাহাতির সূত্রপাত হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, নেতাদের কেউ কেউ এক মিনিট করে বক্তব্য দিলেও, প্রধান অতিথি সারজিস আলম মাত্র চার মিনিট বক্তব্য দিয়ে তড়িঘড়ি করে মঞ্চ ত্যাগ করেন।

সমাবেশ শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের সাতমাথা এলাকা ঘুরে যায়। মিছিলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, সারজিস আলম মঞ্চে উঠলে তার বিরুদ্ধেই দলের একাংশ স্লোগান দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে একপক্ষ অন্য পক্ষকে ধাওয়া দিয়ে সমাবেশস্থল থেকে সরিয়ে দেয়।

এনসিপির বগুড়া জেলার অন্যতম সংগঠক আহমেদ সাব্বির জানান, এনসপি থেকে সাময়িকভাবে বহিষ্কৃত এক কেন্দ্রীয় নেতার সমর্থকরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। তবে তা প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় সংঘর্ষ

আপডেট সময় ০৮:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশে দলটির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। বুধবার বিকেলে শহীদ টিটু মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সারজিস আলম উপস্থিত থাকাকালে এনসিপির অভ্যন্তরীণ দুটি পক্ষ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা—দফায় দফায় হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান। কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ স্লোগান দিতে দিতে প্রবেশ করলে, সারজিস আলমের প্রতি বিরূপ স্লোগান শুরু হয়। এতে উত্তেজিত হয়ে সারজিসপন্থীরা পাল্টা প্রতিক্রিয়া দেখালে হাতাহাতির সূত্রপাত হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, নেতাদের কেউ কেউ এক মিনিট করে বক্তব্য দিলেও, প্রধান অতিথি সারজিস আলম মাত্র চার মিনিট বক্তব্য দিয়ে তড়িঘড়ি করে মঞ্চ ত্যাগ করেন।

সমাবেশ শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের সাতমাথা এলাকা ঘুরে যায়। মিছিলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, সারজিস আলম মঞ্চে উঠলে তার বিরুদ্ধেই দলের একাংশ স্লোগান দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে একপক্ষ অন্য পক্ষকে ধাওয়া দিয়ে সমাবেশস্থল থেকে সরিয়ে দেয়।

এনসিপির বগুড়া জেলার অন্যতম সংগঠক আহমেদ সাব্বির জানান, এনসপি থেকে সাময়িকভাবে বহিষ্কৃত এক কেন্দ্রীয় নেতার সমর্থকরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। তবে তা প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।