০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

এক দিনেই বিদায় নিলো মেসির মিয়ামি ও রোনালদোর আল নাসর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে কানাডার ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ৩-১ গোলে ব্যবধানে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। অন্যদিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনাল থেকে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে রোনালদোর আল নাসর।

কানাডার ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্রায়ান হোয়াইট ও পেদ্রো ভিতে মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল করে ইন্টার মিয়ামির পরাজয় নিশ্চিত করে দেন।
লিওনেল মেসির ইন্টার মায়ামি প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচে নেমেছিল।
সেমিফাইনালে এমন পরিস্থিতি থেকে ফিরে আসার নজির কনকাকাফের ইতিহাসে নেই। আর বুধবার সেই ইতিহাসের পুনরাবৃত্তিই হলো। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে জুনের ১ তারিখে অনুষ্ঠেয় ফাইনালে জায়গা করে নিয়েছে হোয়াইটক্যাপস।

অথচ মিয়ামিই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল। নবম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন জর্ডি আলবা। কিন্তু এরপর আর কিছু করতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। টানা চতুর্থ ম্যাচ গোলশূন্য থাকলেন মেসি।

হোয়াইটক্যাপস দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে আসে। হোয়াইট ৫১ মিনিটে সেবাস্টিয়ান বেরহাল্টারের অ্যাসিস্টে গোল করেন। দুই মিনিট পর পেদ্রো ভিতে গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ৭১ মিনিটে বেরহাল্টার বক্সের মাঝখান থেকে দুর্দান্ত শটে দলের তৃতীয় গোলটি করেন।

এদিকে বুধবার আরও একবার হতাশার রাত চিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের। জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেল তাদের ৩-২ গোলে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। এতে প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে কাওয়াসাকি ফ্রন্টেল।

পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো জেদ্দায় প্রথমার্ধে একবার হেডে বল পোস্টে লাগান এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় কাওয়াসাকি। মার্সিনিয়োর পাস থেকে মোহামেদ সিমাকানের হেড ক্লিয়ারেন্স ধরে নেওয়া ইতো অসাধারণ এক ভলিতে গোল করেন। তবে ২৮ মিনিটের সময় সাদিও মানের শটে সৌদি ক্লাব আল নাসর সমতা ফেরায়।

এরপর রোনালদো দুটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। একবার ওভারহেড কিক পোস্টের বাইরে যায় এবং আরেকবার হেড পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবার এগিয়ে যায় কাওয়াসাকি। বেন্টো ইতো’র শট ঠেকালেও ফিরতি বলে ওজেকি গোল করতে ভুল করেননি।

দ্বিতীয়ার্ধে আল নাসর চাপ বাড়ালেও ৭৬ মিনিটে কাঠগড়ায় পড়ে তাদের রক্ষণভাগ। বদলি খেলোয়াড় এরিসন দারুণভাবে বল নিয়ে ডান দিক দিয়ে ঢুকে পাস বাড়ান ইয়েনাগাকে, যিনি গোল করতে ভুল করেননি।

আইমান ইয়াহিয়া ৮৭ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে একটি গোল শোধ করেন। বাকি সময়ে জাপানি গোলরক্ষক ইয়ামাগুচি রোনালদোর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন। ফলে আল নাসর হার এড়াতে পারেনি। কাওয়াসাকি ফ্রন্টালে ৩-২ গোলে জয় নিয়ে ফাইনালে ওঠে।

শনিবার ফাইনালে সৌদি ক্লাব আল আহলির মুখোমুখি হবে কাওয়াসাকি। যেখানে দুই দলই প্রথমবারের মতো এশিয়ান শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক দিনেই বিদায় নিলো মেসির মিয়ামি ও রোনালদোর আল নাসর

আপডেট সময় ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে কানাডার ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ৩-১ গোলে ব্যবধানে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। অন্যদিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনাল থেকে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে রোনালদোর আল নাসর।

কানাডার ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্রায়ান হোয়াইট ও পেদ্রো ভিতে মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল করে ইন্টার মিয়ামির পরাজয় নিশ্চিত করে দেন।
লিওনেল মেসির ইন্টার মায়ামি প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচে নেমেছিল।
সেমিফাইনালে এমন পরিস্থিতি থেকে ফিরে আসার নজির কনকাকাফের ইতিহাসে নেই। আর বুধবার সেই ইতিহাসের পুনরাবৃত্তিই হলো। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে জুনের ১ তারিখে অনুষ্ঠেয় ফাইনালে জায়গা করে নিয়েছে হোয়াইটক্যাপস।

অথচ মিয়ামিই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল। নবম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন জর্ডি আলবা। কিন্তু এরপর আর কিছু করতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। টানা চতুর্থ ম্যাচ গোলশূন্য থাকলেন মেসি।

হোয়াইটক্যাপস দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে আসে। হোয়াইট ৫১ মিনিটে সেবাস্টিয়ান বেরহাল্টারের অ্যাসিস্টে গোল করেন। দুই মিনিট পর পেদ্রো ভিতে গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ৭১ মিনিটে বেরহাল্টার বক্সের মাঝখান থেকে দুর্দান্ত শটে দলের তৃতীয় গোলটি করেন।

এদিকে বুধবার আরও একবার হতাশার রাত চিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের। জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেল তাদের ৩-২ গোলে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। এতে প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে কাওয়াসাকি ফ্রন্টেল।

পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো জেদ্দায় প্রথমার্ধে একবার হেডে বল পোস্টে লাগান এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় কাওয়াসাকি। মার্সিনিয়োর পাস থেকে মোহামেদ সিমাকানের হেড ক্লিয়ারেন্স ধরে নেওয়া ইতো অসাধারণ এক ভলিতে গোল করেন। তবে ২৮ মিনিটের সময় সাদিও মানের শটে সৌদি ক্লাব আল নাসর সমতা ফেরায়।

এরপর রোনালদো দুটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। একবার ওভারহেড কিক পোস্টের বাইরে যায় এবং আরেকবার হেড পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবার এগিয়ে যায় কাওয়াসাকি। বেন্টো ইতো’র শট ঠেকালেও ফিরতি বলে ওজেকি গোল করতে ভুল করেননি।

দ্বিতীয়ার্ধে আল নাসর চাপ বাড়ালেও ৭৬ মিনিটে কাঠগড়ায় পড়ে তাদের রক্ষণভাগ। বদলি খেলোয়াড় এরিসন দারুণভাবে বল নিয়ে ডান দিক দিয়ে ঢুকে পাস বাড়ান ইয়েনাগাকে, যিনি গোল করতে ভুল করেননি।

আইমান ইয়াহিয়া ৮৭ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে একটি গোল শোধ করেন। বাকি সময়ে জাপানি গোলরক্ষক ইয়ামাগুচি রোনালদোর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন। ফলে আল নাসর হার এড়াতে পারেনি। কাওয়াসাকি ফ্রন্টালে ৩-২ গোলে জয় নিয়ে ফাইনালে ওঠে।

শনিবার ফাইনালে সৌদি ক্লাব আল আহলির মুখোমুখি হবে কাওয়াসাকি। যেখানে দুই দলই প্রথমবারের মতো এশিয়ান শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখছে।