ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

- আপডেট সময় ০৭:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, খালেদা জিয়া আগামী চার মে চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তার সঙ্গে দেশে আসবেন ডা. জোবাইদা রহমান।
জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসেবে জোবাইদা রহমানের জীবনে বিশেষ নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তাই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইজিপির কাছে অনুরোধ জানানো হয়।
জোবাইদা রহমানের ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক স্বশস্ত্র গানম্যান, পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশ পাহারা এবং আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা করতে হবে।
চিঠির মাধ্যমে বিএনপি নিরাপত্তা ব্যবস্থা গঠনের জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরাসরি দাবি জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা গৃহীত না হলে পরবর্তী সময়ে দল এই বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেবে।
২০০৮ সালে লন্ডনে পাড়ি জমানো জোবাইদা রহমান বর্তমানে সেখানে অবস্থান করছেন এবং তিনি ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।