পদ্মায় পাওয়া গেল ২৮ ও ২৯ কেজি ওজনের দুই কাতল

- আপডেট সময় ০৭:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ২৭০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে বিশাল বড় দুটি কাতল মাছ ধরা পড়েছে জেলেদের জালে। কাতল দুটির ওজন ২৮ ও সাড়ে ১৯ কেজি। নদীর মোহনায় শনিবার (৩ মে) ভোরে জামাল প্রামাণিক ও টক্কু হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
পরে জেলে জামাল প্রামাণিক মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার মমিন মণ্ডলের আড়তে নিয়ে আসে। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৮ কেজির কাতলটি ১৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।
অন্যদিকে সাড়ে ১৯ কেজি ওজনের কাতলটি জেলে টক্কু হালদার রেজাউল মণ্ডলের আড়তে বিক্রি করতে আনেন। সেটিও ১৬৫০ টাকা কেজি দরে ৩২ হাজার ১০০ টাকায় বিক্রি হয়। দুটি মাছই কেনেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
জানা গেছে, ভোরে জামাল ও টক্বু তাদের সহযোগী জেলেদের নিয়ে পৃথকভাবে পদ্মা নদীর মোহনায় মাছ ধরতে নামেন। সকালে জাল তুললে তারা মাছ দুটি পান।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, ২৮ ও সাড়ে ১৬ কেজি ওজনের দুটি বড় কাতল মাছ উন্মুক্ত নিলামে মোট ৮২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন দেশের বিভিন্ন স্থানে মাছ দুটি বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করছেন। কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করে দেবেন।