চট্টগ্রামে দর্জি হত্যার ঘটনায় গ্রেফতার ৩

- আপডেট সময় ০৪:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ায় দর্জি হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। নিহত দর্জির নাম সুবীর চক্রবর্তী (৩৭)। তিনি একই গ্রামের মৃত অরুণ চক্রবর্তীর ছেলে। ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৩ মে) রাতে এ তথ্য জানানো হয়। ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল গ্রামের মৃত অরুন দাসের ছেলে দীপক দাস (৫২), দীপক দাসের দুই ছেলে দীপ্ত দাস (২৪) ও সুমিত দাস (১৯)।
র্যাব-১৪ জানায়, দর্জি সুবীর চক্রবর্তীর পরিবারের সঙ্গে দীপক দাস নামে এক ব্যক্তির পরিবারের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় তাদের মধ্যে প্রায় দুই বছর আগে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সুবীর চক্রবর্তীর পরিবারের কয়েকজন আহত হন। পরে তারা একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।
গত ২১ মার্চ রাতে পূর্ব বিরোধের জের ধরে সুবীর চক্রবর্তী ও তার বড় ভাই প্রবীর চক্রবর্তীকে ছুরিকাঘাত করা হয়। এ অবস্থায় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবীর চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. নামজুল ইসলাম বলেন, হত্যার পরপরই দীপক দাসসহ তার দুই ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল তারা। শনিবার তাদের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।