টি-টোয়েন্টি দল ঘোষণা
আমিরাত ও পাকিস্তান সফরের জন্য লিটন অধিনায়ক

- আপডেট সময় ০৫:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩০৬ বার পড়া হয়েছে
আসন্ন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং পাকিস্তান সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ রোববার ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারকুটে ওপেনার লিটন দাস।
মিরপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই দল ঘোষণা করেন। পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে এই দুটি গুরুত্বপূর্ণ সিরিজ।
তার ডেপুটি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহাদি হাসানকে নির্বাচিত করা হয়েছে। তবে বিসিবি জানিয়েছে, আপাতত এই দুটি সিরিজের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে সহ-অধিনায়ক করে যাচাই করার পর স্থায়ীভাবে একজনকে বেছে নেওয়া হবে।
দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও তরুণ প্রতিভাবান তাওহীদ হৃদয়। এই দুজন ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের বাইরে ছিলেন। তবে স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদের মতো পরিচিত মুখদের।
ঘোষিত বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম।
নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল এই দুটি সিরিজে কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার অপেক্ষা।