গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের কেউ আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ১১:৪৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় দগ্ধ পাঁচজনের কেউ আর বেঁচে নেই। সবাই মারা গেছেন। সর্বশেষ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রবিবার (৪ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ।
দগ্ধদের মধ্যে ছিলেন সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
ডা. শাওন বিন রহমান জানান, ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল তানজিলা। একইদিন সকালে ৩২ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান পারভিন আক্তার (৩৫)।
ট্যাগস :