পুলিশে সোপর্দ
এনসিপি নেতাকর্মীদের মারধরের শিকার বগুড়া হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

- আপডেট সময় ০৮:৫৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এস এম মিল্লাত হোসেনকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার রাত আটটার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় মার্কেটে নিজ চেম্বারে থাকা অবস্থায় তাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে এই নির্যাতন চালানো হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
ডা. মিল্লাত হোসেন স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে ডা. মিল্লাত নিজ চেম্বারে রোগী দেখছিলেন। রাত আটটার দিকে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল সানীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী চেম্বারে ঢুকে তাকে জোর করে বাইরে নিয়ে আসেন।
এরপর তাকে টেনেহিঁচড়ে পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে শহীদ আবদুল জব্বার সড়ক, কালিবাড়ী মোড় ও পৌরসভা লেন দিয়ে নিয়ে যাওয়ার সময় তাকে বারবার মারধর করা হয় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে আবদুল্লাহ আল সানীকে বলতে শোনা যায়, *”তাকে ছয় মাস আগেই আলটিমেটাম দেওয়া হয়েছিল। সে আমাকে দুর্বল ভেবেছিল। আমি স্পষ্ট করে বলছি—আমি এক কথার মানুষ। সময়মতো তাকে ধরেছি। সে দীর্ঘদিন ধরে আমাদের লোকদের ওপর অত্যাচার চালিয়েছে। আমরা কোনো সিন্ডিকেট সহ্য করব না।”*
এনসিপি নেতা আবদুল্লাহ আল সানী অভিযোগ করেন, ডা. মিল্লাত গত ৫ আগস্টের পর থেকে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন, আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছেন এবং নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়ন করছেন।
বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, এনসিপির নেতাকর্মীরা ডা. মিল্লাতকে আটক করে ডিবিতে হস্তান্তর করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।