ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

ক্রমশ ডুবছে ভেনিস, বিলীন হতে চলেছে এক সমৃদ্ধ ইতিহাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

শুধু জল নয়, ঘন কুয়াশার মতো একরাশ উদ্বেগও যেন গ্রাস করছে ভেনিসকে। শিল্প ও সংস্কৃতির জীবন্ত এই জাদুঘর বিজ্ঞানীদের ধারণার চেয়েও দ্রুত তলিয়ে যাচ্ছে। প্রতিদিন সেন্ট মার্ক স্কয়ারের জলে ভেনিসের আকাশছোঁয়া গম্বুজ যেমন প্রতিফলিত হচ্ছে, তেমনই স্পষ্ট হচ্ছে এক ভয়াবহ ভবিষ্যৎ।

দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা ‘ডুবন্ত ভেনিস’ নিয়ে হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, পরিস্থিতি তাদের আশঙ্কার চেয়েও বেশি ভয়াবহ। প্রতি বছর গড়ে দুই মিলিমিটার করে দেবে যাচ্ছে এই শহর। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ফলস্বরূপ, ক্রমশ ডুবছে ভেনিস, বিলীন হতে চলেছে এক সমৃদ্ধ ইতিহাস।

ইতালির সরকার কয়েক বছর পূর্বে উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে ভেনিসকে রক্ষা করতে ‘মোসে’ নামের অত্যাধুনিক জলরোধী বাঁধ নির্মাণ করেছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের তীব্রতায় ঘন ঘন বড় জোয়ার আসায় প্রকৃতি যেন প্রযুক্তির সেই চেষ্টাকেও হার মানাচ্ছে।

এই পরিস্থিতিতে এক নতুন ভাবনা সামনে এসেছে, কোনোভাবে শহরটিকে ভাসিয়ে তোলা যায় কিনা। পদুয়া বিশ্ববিদ্যালয়ের হাইড্রোলজি ও হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পিয়েত্রো তেতিনি ও তাঁর দল প্রস্তাব দিয়েছেন, সমুদ্রের তলদেশে গভীর গর্ত করে শহরের নিচের মাটিতে লবণাক্ত জল প্রবেশ করালে ভেনিসকে হয়তো কিছুটা উপরে তোলা সম্ভব। যদিও এটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনাচ্ছে, বাস্তবে সেই পরীক্ষা শুরু হয়েছে।

তবে এই পদ্ধতি কোনো স্থায়ী সমাধান নয়। যদি এটি সফল হয়, তবে ভেনিসকে রক্ষার জন্য বিকল্প উপায় খুঁজতে হয়তো আরও ৫০ বছর সময় পাওয়া যাবে। পৃথিবীর এই অসাধারণ সৌন্দর্য, শিল্প ও চেতনার মিলনস্থল রক্ষা করা না গেলে মানবজাতির বিস্ময়কর অগ্রযাত্রা প্রশ্নের মুখে পড়বে। (তথ্যসূত্র: সিএনএন)

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্রমশ ডুবছে ভেনিস, বিলীন হতে চলেছে এক সমৃদ্ধ ইতিহাস

আপডেট সময় ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

শুধু জল নয়, ঘন কুয়াশার মতো একরাশ উদ্বেগও যেন গ্রাস করছে ভেনিসকে। শিল্প ও সংস্কৃতির জীবন্ত এই জাদুঘর বিজ্ঞানীদের ধারণার চেয়েও দ্রুত তলিয়ে যাচ্ছে। প্রতিদিন সেন্ট মার্ক স্কয়ারের জলে ভেনিসের আকাশছোঁয়া গম্বুজ যেমন প্রতিফলিত হচ্ছে, তেমনই স্পষ্ট হচ্ছে এক ভয়াবহ ভবিষ্যৎ।

দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা ‘ডুবন্ত ভেনিস’ নিয়ে হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, পরিস্থিতি তাদের আশঙ্কার চেয়েও বেশি ভয়াবহ। প্রতি বছর গড়ে দুই মিলিমিটার করে দেবে যাচ্ছে এই শহর। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ফলস্বরূপ, ক্রমশ ডুবছে ভেনিস, বিলীন হতে চলেছে এক সমৃদ্ধ ইতিহাস।

ইতালির সরকার কয়েক বছর পূর্বে উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে ভেনিসকে রক্ষা করতে ‘মোসে’ নামের অত্যাধুনিক জলরোধী বাঁধ নির্মাণ করেছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের তীব্রতায় ঘন ঘন বড় জোয়ার আসায় প্রকৃতি যেন প্রযুক্তির সেই চেষ্টাকেও হার মানাচ্ছে।

এই পরিস্থিতিতে এক নতুন ভাবনা সামনে এসেছে, কোনোভাবে শহরটিকে ভাসিয়ে তোলা যায় কিনা। পদুয়া বিশ্ববিদ্যালয়ের হাইড্রোলজি ও হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পিয়েত্রো তেতিনি ও তাঁর দল প্রস্তাব দিয়েছেন, সমুদ্রের তলদেশে গভীর গর্ত করে শহরের নিচের মাটিতে লবণাক্ত জল প্রবেশ করালে ভেনিসকে হয়তো কিছুটা উপরে তোলা সম্ভব। যদিও এটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনাচ্ছে, বাস্তবে সেই পরীক্ষা শুরু হয়েছে।

তবে এই পদ্ধতি কোনো স্থায়ী সমাধান নয়। যদি এটি সফল হয়, তবে ভেনিসকে রক্ষার জন্য বিকল্প উপায় খুঁজতে হয়তো আরও ৫০ বছর সময় পাওয়া যাবে। পৃথিবীর এই অসাধারণ সৌন্দর্য, শিল্প ও চেতনার মিলনস্থল রক্ষা করা না গেলে মানবজাতির বিস্ময়কর অগ্রযাত্রা প্রশ্নের মুখে পড়বে। (তথ্যসূত্র: সিএনএন)