ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল গ্রেফতার

- আপডেট সময় ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান বিল্লাল মিয়াকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিল্লাল মিয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি লাভ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি মামলা রয়েছে এবং উভয় মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি।
ওসি আরও জানান, গ্রেফতারের পর আজ মঙ্গলবার (৬ মে) সকালে বিল্লাল মিয়াকে আদালতে প্রেরণ করা হবে। তবে, মামলা দুটি কী সংক্রান্ত অথবা তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মামলাগুলো পূর্বের কোনো আর্থিক লেনদেন অথবা রাজনৈতিক সংঘাতের জের ধরে হতে পারে।