ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজার’ নিরাপত্তায় সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ২৫৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দেশে ফিরছেন। খালেদা জিয়া বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন। খালেদা জিয়ার বাসভবন ফিরোজাও এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বাসভবন ও এর আশপাশের এলাকায়। সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরোজার নিরাপত্তায় রয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো।

মঙ্গলবার (৬ মে) সকাল আটটার দিকে এমন চিত্র দেখা গেছে। দেখা গেছে। গাড়ি চলাচল আটকে দেওয়া হয়েছে ফিরোজার সামনের সড়কটির। পথচারীরা শুধু হেঁটে চলাচল করতে পারছেন। এরজন্য একটু শিথিল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে।

এর আগে খালেদা জিয়া লন্ডনের গ্রিনিচ সময় সোমবার (৫ মে) বিকেল চারটা ১০মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। পরে বাংলাদেশ সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে জানান, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে বহন করা কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজার’ নিরাপত্তায় সেনাবাহিনী

আপডেট সময় ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দেশে ফিরছেন। খালেদা জিয়া বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন। খালেদা জিয়ার বাসভবন ফিরোজাও এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বাসভবন ও এর আশপাশের এলাকায়। সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরোজার নিরাপত্তায় রয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো।

মঙ্গলবার (৬ মে) সকাল আটটার দিকে এমন চিত্র দেখা গেছে। দেখা গেছে। গাড়ি চলাচল আটকে দেওয়া হয়েছে ফিরোজার সামনের সড়কটির। পথচারীরা শুধু হেঁটে চলাচল করতে পারছেন। এরজন্য একটু শিথিল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে।

এর আগে খালেদা জিয়া লন্ডনের গ্রিনিচ সময় সোমবার (৫ মে) বিকেল চারটা ১০মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। পরে বাংলাদেশ সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে জানান, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে বহন করা কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।