ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

আরো ৪ মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ২৭১ বার পড়া হয়েছে

আরও চারটি মামলায় কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত শুনানি শেষে মঙ্গলবার (৬ মে) এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এর আগে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিন্ময়কে চারটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য রবিবার আদালতে আবেদন করে পুলিশ। আজকে শুনানি শেষে আদালত চারটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। এর মধ্যে তিনটি মামলার বাদী পুলিশ ও একটি মামলার বাদী আলিফের ভাই। শুনানির সময় চিন্ময়কে কারাগার থেকে সংযুক্ত করা হয়।

এর আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সোমবার চিন্ময়কে গ্রেফতার দেখানো হয়েছে।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। সেখানে চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

একপর্যায়ে আদালতের বাইরে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে।

এ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ২১ জনকে বিভিন্ন সময় গ্রেফতার করেছে পুলিশ। আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় আরও চারটি মামলা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আরো ৪ মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আদেশ

আপডেট সময় ১২:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

আরও চারটি মামলায় কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত শুনানি শেষে মঙ্গলবার (৬ মে) এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এর আগে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিন্ময়কে চারটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য রবিবার আদালতে আবেদন করে পুলিশ। আজকে শুনানি শেষে আদালত চারটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। এর মধ্যে তিনটি মামলার বাদী পুলিশ ও একটি মামলার বাদী আলিফের ভাই। শুনানির সময় চিন্ময়কে কারাগার থেকে সংযুক্ত করা হয়।

এর আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সোমবার চিন্ময়কে গ্রেফতার দেখানো হয়েছে।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। সেখানে চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

একপর্যায়ে আদালতের বাইরে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে।

এ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ২১ জনকে বিভিন্ন সময় গ্রেফতার করেছে পুলিশ। আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় আরও চারটি মামলা হয়।