ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে বুধবার (৭ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো আবদুল্লাহ (২) ও মাহফুজ (২)। আবদুল্লাহ ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, খেলা করার সময় পরিবারের সবার অগোচরে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগে মারা গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৩:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে বুধবার (৭ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো আবদুল্লাহ (২) ও মাহফুজ (২)। আবদুল্লাহ ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, খেলা করার সময় পরিবারের সবার অগোচরে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগে মারা গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।