জালিয়াতি ও অপরাধের অভিযোগে ২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

- আপডেট সময় ০১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। মেটা, ফেসবুকের মূল সংস্থা, সম্প্রতি ২৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে।
মেটা কর্তৃপক্ষের অভিযোগ, এই অ্যাকাউন্ট ও পেজগুলো বিভিন্ন উপায়ে ব্যবহারকারীদের সাথে প্রতারণা করে আসছিল। এদের প্রধান লক্ষ্য ছিল ভারত ও ব্রাজিলের ফেসবুক ব্যবহারকারীরা।
মেটার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ধরনের জালিয়াত চক্র ডিপফেক এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদেরকে ভারত ও ব্রাজিলের জনপ্রিয় ফিনান্স কনটেন্ট ক্রিয়েটর, ক্রিকেটার এবং বড় ব্যবসায়ী হিসেবে জাহির করত।
এরপর তারা বিভিন্ন ভুয়া বিনিয়োগের স্কিম এবং জুয়ার ওয়েবসাইটের প্রচার চালাত।
যারা এই প্রতারকদের ফাঁদে পা দিতেন, তাদেরকে প্রথমে একটি মেসেজিং অ্যাপ প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হতো, যেখানে বিনিয়োগের ভুল পরামর্শ দেওয়া হতো। কিছু ক্ষেত্রে, ব্যবহারকারীদের এমন ভুয়া ওয়েবসাইটে পাঠানো হতো যা দেখতে হুবহু গুগল প্লে-স্টোরের মতো। সেখান থেকে তাদেরকে ভুয়া গ্যাম্বলিং অ্যাপ ডাউনলোড করতে উৎসাহিত করা হতো।
বিনিয়োগ সংক্রান্ত জালিয়াতির ক্ষেত্রে, এই অ্যাকাউন্টগুলো মূলত ক্রিপ্টোকারেন্সি, রিয়েল এস্টেট ও শেয়ারে দ্রুত ধনী হওয়ার মিথ্যা প্রলোভন দেখাত। শুধু তাই নয়, তারা সোশ্যাল মিডিয়া, ইমেইল, ফোনকল এমনকি কোচিং গ্রুপের মাধ্যমেও এই ভুয়া বিনিয়োগ স্কিমগুলোর তথ্য দিত।
এছাড়াও, মেটা ফেসবুক মার্কেটপ্লেস সেলার প্ল্যাটফর্মে জালিয়াতির অভিযোগে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করেছে। এই ধরনের জালিয়াতরা সাধারণত কোনো পণ্য কেনার সময় বেশি টাকা দিত এবং পরে রিফান্ড চাইত। এই প্রক্রিয়ার মাধ্যমে বিক্রেতারা সাইবার জালিয়াতির শিকার হতেন।
মেটা তাদের ব্যবহারকারীদেরকে এ ব্যাপারে সতর্ক করেছে। তারা জানিয়েছে, কোনো পণ্য কেনার সময় আগাম টাকা দেওয়ার অনুরোধ জানালে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই ধরনের অ্যাকাউন্টগুলোকে সন্দেহের চোখে দেখা উচিত।
মেটার এই পদক্ষেপ অনলাইন জালিয়াতি রোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের সর্বদা সচেতন থাকার এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তা রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।