ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

১০৩ বছরের ইতিহাস ভেঙে এল ক্লাসিকোয় বার্সার রোমাঞ্চকর জয়!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এই মহারণে ঘটে গেল অবিশ্বাস্য নাটক। ৪-৩ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে বার্সা জিতে নিলো লিগ শিরোপার টিকিট। 

রোববার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১৪ মিনিটের মধ্যেই রিয়াল মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে যায়, কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে, যেখানে বার্সার ডিফেন্ডার পাউ কুবারসি ও গোলরক্ষক ভয়চেক সেজনি ভুল করেন।

দ্বিতীয় গোলটি এমবাপ্পের ক্ল্যাসিক ফিনিশিং, ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পাসে। মনে হচ্ছিল, রিয়াল একতরফা জিতে যাবে। কিন্তু, এখান থেকেই শুরু হয় বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন!

১৯ মিনিটে এরিক গার্সিয়া কর্নার থেকে হেড করে ব্যবধান কমান। এরপর ৩২ মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো শটে সমতা ফেরে। আর মাত্র দুই মিনিট পর, ৩৪ মিনিটে রাফিনিয়া গোল করে বার্সাকে ৩-২ এগিয়ে দেন।

এই গোলের মাধ্যমে ১০৩ বছর পর প্রথমবার এল ক্লাসিকোয় প্রথম ৩৫ মিনিটে ৫ গোলের রেকর্ড গড়ে! এর আগে ১৯২২ সালে এমন ঘটনা ঘটেছিল। বিরতির আগে রাফিনিয়া আবার গোল করে বার্সাকে ৪-২ এগিয়ে দেন। ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও পিছিয়ে পড়ে!

বিরতির পর রিয়াল ফিরে আসার চেষ্টা করে। ৭০ মিনিটে এমবাপ্পে ভিনিসিয়ুসের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন, ব্যবধান ৪-৩ করেন। কিন্তু, রাফিনিয়া ও ইয়ামালের দুর্দান্ত ফর্মের সামনে রিয়ালের রক্ষণ ভেঙে পড়ে।

শেষ দিকে রিয়াল সমতা ফেরানোর কাছাকাছি গেলেও ব্যর্থ হয়। ফেরমিন লোপেজের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। এমবাপ্পের হ্যাটট্রিক সত্ত্বেও রিয়াল হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে বার্সেলোনা লিগ শিরোপার দ্বারপ্রান্তে। পরের ম্যাচে এস্পানিওলকে হারালেই তারা চ্যাম্পিয়ন! ইয়ামাল, রাফিনিয়া, আর গার্সিয়ার এই অসাধারণ পারফরম্যান্স প্রমাণ করল, বার্সা ফিরেছে তাদের সেরা রূপে। এল ক্লাসিকোর এই ম্যাচ ফুটবলপ্রেমীদের মনে থাকবে বহুদিন।

নিউজটি শেয়ার করুন

১০৩ বছরের ইতিহাস ভেঙে এল ক্লাসিকোয় বার্সার রোমাঞ্চকর জয়!

আপডেট সময় ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এই মহারণে ঘটে গেল অবিশ্বাস্য নাটক। ৪-৩ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে বার্সা জিতে নিলো লিগ শিরোপার টিকিট। 

রোববার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১৪ মিনিটের মধ্যেই রিয়াল মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে যায়, কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে, যেখানে বার্সার ডিফেন্ডার পাউ কুবারসি ও গোলরক্ষক ভয়চেক সেজনি ভুল করেন।

দ্বিতীয় গোলটি এমবাপ্পের ক্ল্যাসিক ফিনিশিং, ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পাসে। মনে হচ্ছিল, রিয়াল একতরফা জিতে যাবে। কিন্তু, এখান থেকেই শুরু হয় বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন!

১৯ মিনিটে এরিক গার্সিয়া কর্নার থেকে হেড করে ব্যবধান কমান। এরপর ৩২ মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো শটে সমতা ফেরে। আর মাত্র দুই মিনিট পর, ৩৪ মিনিটে রাফিনিয়া গোল করে বার্সাকে ৩-২ এগিয়ে দেন।

এই গোলের মাধ্যমে ১০৩ বছর পর প্রথমবার এল ক্লাসিকোয় প্রথম ৩৫ মিনিটে ৫ গোলের রেকর্ড গড়ে! এর আগে ১৯২২ সালে এমন ঘটনা ঘটেছিল। বিরতির আগে রাফিনিয়া আবার গোল করে বার্সাকে ৪-২ এগিয়ে দেন। ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও পিছিয়ে পড়ে!

বিরতির পর রিয়াল ফিরে আসার চেষ্টা করে। ৭০ মিনিটে এমবাপ্পে ভিনিসিয়ুসের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন, ব্যবধান ৪-৩ করেন। কিন্তু, রাফিনিয়া ও ইয়ামালের দুর্দান্ত ফর্মের সামনে রিয়ালের রক্ষণ ভেঙে পড়ে।

শেষ দিকে রিয়াল সমতা ফেরানোর কাছাকাছি গেলেও ব্যর্থ হয়। ফেরমিন লোপেজের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। এমবাপ্পের হ্যাটট্রিক সত্ত্বেও রিয়াল হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে বার্সেলোনা লিগ শিরোপার দ্বারপ্রান্তে। পরের ম্যাচে এস্পানিওলকে হারালেই তারা চ্যাম্পিয়ন! ইয়ামাল, রাফিনিয়া, আর গার্সিয়ার এই অসাধারণ পারফরম্যান্স প্রমাণ করল, বার্সা ফিরেছে তাদের সেরা রূপে। এল ক্লাসিকোর এই ম্যাচ ফুটবলপ্রেমীদের মনে থাকবে বহুদিন।