বিডিআর বিদ্রোহ: ৪০ জওয়ান জামিন পেলেন

- আপডেট সময় ০২:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাবন্দি ৪০ জন বিডিআর জওয়ান জামিন পেয়েছেন।
ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া গত ৮ মে এই জামিনের আদেশ দেন। আজ ১২ মে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন।
রাষ্ট্রপক্ষ জানায়, জামিন চাওয়া অনেকের মধ্যে ৪০ জনকে জামিন দেওয়া হয়েছে, আর বাকিদের আবেদন খারিজ করা হয়েছে।
জামিন পাওয়া জওয়ানদের মধ্যে আছেন: রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, ইমতিয়াজ আহমেদ নবীন, মিজানুর রহমান, সিদ্দিকুর জামান জোয়ার্দার (লিটন), খলিলুর রহমান, সুমন চক্রবর্তী, বিধান কুমার সাহা, শফিকুল ইসলাম, আল আমিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহ হয়। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পরে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
হত্যা মামলায় বিচার শেষে ২০১৩ সালে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ২৭৮ জন খালাস পান।