ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ট্রাম্পের জন্য কাতারের ‘আকাশের রাজপ্রাসাদ’ বিলাসবহুল জেট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ২৫৭ বার পড়া হয়েছে

হোয়াইট হাউস আর কাতার রাজপরিবার এক বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য—এই উড়োজাহাজটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে কাতার সাফ জানিয়েছে, এটা কোনো উপহার নয়। আলোচনা হচ্ছে শুধু সাময়িক ব্যবহারের জন্য হস্তান্তর নিয়ে।

এই বিমানটিকে বলা হচ্ছে—“আকাশে উড়তে থাকা একটি রাজপ্রাসাদ”।

বিমানটির অভ্যন্তরের নকশা ও সুযোগ-সুবিধা নিয়ে অনলাইনে ইতিমধ্যে তথ্য ফাঁস হয়েছে।

এই বোয়িং ৭৪৭-৮ মডেলটিতে রয়েছে— একদম ওপরে একটি বিলাসবহুল লাউঞ্জ

মাস্টার বেডরুম, ক্লাব-স্টাইল সিটিং এরিয়া, আরেকটি একান্ত অফিস রুম।

এসব ছাড়াও রয়েছে ১০০টিরও বেশি প্রিমিয়াম যন্ত্রাংশ, যার নির্মাতাদের তালিকাও প্রকাশিত।

বিমানটির টেইল নম্বরে রয়েছে “HBJ”—যা কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিমের নামের সংক্ষিপ্ত রূপ। তিনি ২০১৮ সালে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।

এবিসি নিউজের তথ্য অনুযায়ী, বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ও গঠন মিলে যাচ্ছে একটি ছবি এবং ২০২০ সালে তালিকাভুক্ত একটি বিমানের সঙ্গে। এমনকি চলতি বছরের শুরুতে পাম বিচ বিমানবন্দরে এই বিমানের দেখা মিলেছে বলেও জানা গেছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প নিজেও বিমানটি ঘুরে দেখেছেন বলে জানা গেছে।

তবে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের আগে, নিরাপত্তা ও প্রযুক্তিগতভাবে বিমানটিতে বেশ কিছু পরিবর্তন আনতে হবে—এটাই নিয়ম।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুক্তরাষ্ট্র সরকার এই বিমানে বিশেষ নিরাপত্তা প্রযুক্তি যুক্ত করবে।

আর হোয়াইট হাউস যখন এই বিষয়ে কিছু বলছে না, তখন ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’এ বলছেন, “এই বিমান হস্তান্তর হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছ ও প্রকাশ্য একটি লেনদেন।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের জন্য কাতারের ‘আকাশের রাজপ্রাসাদ’ বিলাসবহুল জেট

আপডেট সময় ০৩:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

হোয়াইট হাউস আর কাতার রাজপরিবার এক বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য—এই উড়োজাহাজটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে কাতার সাফ জানিয়েছে, এটা কোনো উপহার নয়। আলোচনা হচ্ছে শুধু সাময়িক ব্যবহারের জন্য হস্তান্তর নিয়ে।

এই বিমানটিকে বলা হচ্ছে—“আকাশে উড়তে থাকা একটি রাজপ্রাসাদ”।

বিমানটির অভ্যন্তরের নকশা ও সুযোগ-সুবিধা নিয়ে অনলাইনে ইতিমধ্যে তথ্য ফাঁস হয়েছে।

এই বোয়িং ৭৪৭-৮ মডেলটিতে রয়েছে— একদম ওপরে একটি বিলাসবহুল লাউঞ্জ

মাস্টার বেডরুম, ক্লাব-স্টাইল সিটিং এরিয়া, আরেকটি একান্ত অফিস রুম।

এসব ছাড়াও রয়েছে ১০০টিরও বেশি প্রিমিয়াম যন্ত্রাংশ, যার নির্মাতাদের তালিকাও প্রকাশিত।

বিমানটির টেইল নম্বরে রয়েছে “HBJ”—যা কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিমের নামের সংক্ষিপ্ত রূপ। তিনি ২০১৮ সালে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।

এবিসি নিউজের তথ্য অনুযায়ী, বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ও গঠন মিলে যাচ্ছে একটি ছবি এবং ২০২০ সালে তালিকাভুক্ত একটি বিমানের সঙ্গে। এমনকি চলতি বছরের শুরুতে পাম বিচ বিমানবন্দরে এই বিমানের দেখা মিলেছে বলেও জানা গেছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প নিজেও বিমানটি ঘুরে দেখেছেন বলে জানা গেছে।

তবে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের আগে, নিরাপত্তা ও প্রযুক্তিগতভাবে বিমানটিতে বেশ কিছু পরিবর্তন আনতে হবে—এটাই নিয়ম।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুক্তরাষ্ট্র সরকার এই বিমানে বিশেষ নিরাপত্তা প্রযুক্তি যুক্ত করবে।

আর হোয়াইট হাউস যখন এই বিষয়ে কিছু বলছে না, তখন ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’এ বলছেন, “এই বিমান হস্তান্তর হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছ ও প্রকাশ্য একটি লেনদেন।