নারায়নগঞ্জের আদালতে আইভীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৫:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুর রহমান এই আদেশ দেন।
তবে কারাগারে থাকা আইভীর ডিভিশনের জন্য আইনজীবীরা আবেদন করলে আদলত তা মঞ্জুর করেছে।
নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালত জামিন মঞ্জুর করেননি।
এসময় আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন।
ট্যাগস :
উচ্চ আদালতে আবেদন ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট