কক্সবাজারে এভারকেয়ারের উদ্যোগে শিশুদের হৃদরোগের ফ্রি চিকিৎসা ক্যাম্প

- আপডেট সময় ১২:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের শিশুদের জন্য এক দারুণ সুখবর! বন্দরনগরীর অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, সম্প্রতি কক্সবাজারের হাসপাতাল সড়কে অবস্থিত শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরীতে এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল কক্সবাজারের হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা।
সোমবার (১২ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর, স্বনামধন্য ডা. তাহেরা নাজরীন।
দিনভর ডা. তাহেরা নাজরীন শিশুদের হৃদরোগের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের মূল্যবান চিকিৎসা পরামর্শ দেন।
শুধু তাই নয়, ক্যাম্পে আগত শিশুদের জন্য স্বল্পমূল্যে অত্যাধুনিক মেশিনের সাহায্যে ২ডি ও কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা করার সুযোগও ছিল।
এর মাধ্যমে শিশুদের হৃদরোগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় এবং দ্রুত চিকিৎসার পদক্ষেপ নেওয়া যায়।
এই মেডিকেল ক্যাম্পটি শুধু রোগ নির্ণয় বা পরামর্শের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রোগীদের সুবিধার্থে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, হাসপাতালে ভর্তির আগের সহায়তা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অন্য কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থাও করা হয়।
বিশেষভাবে উল্লেখ্য, এভারকেয়ার হসপিটাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগ জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ডিভাইস, বেলুন এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাদের জীবন রক্ষায় বদ্ধপরিকর।
ডা. তাহেরা নাজরীন এই মহতী উদ্যোগ সম্পর্কে বলেন, “বিশ্বে প্রতি এক হাজার নবজাতকের মধ্যে ৮ থেকে ১২ জন শিশু হৃদরোগ নিয়ে জন্মায়। আমাদের দেশে জন্মগত হৃদরোগের চিকিৎসার সুযোগ এখনও পর্যাপ্ত নয়।
এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিভাগ নিরলসভাবে সমাজের সকল স্তরের শিশুদের হৃদরোগের চিকিৎসা প্রদানে কাজ করে যাচ্ছে।
আমরা বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা সেবা পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এই মানবিক প্রচেষ্টায় সরকারি ও বেসরকারি সকল পক্ষকে একযোগে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি কক্সবাজারের শিশুদের হৃদরোগের চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এর মাধ্যমে অনেক পরিবার তাদের সন্তানদের সঠিক চিকিৎসা সম্পর্কে জানতে পেরেছেন এবং প্রয়োজনীয় সহায়তা লাভ করেছেন। এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।