ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজারেরও বেশি আর্জেন্টাইন দর্শক

- আপডেট সময় ০১:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর, ফিফা ক্লাব বিশ্বকাপের আসন্ন আসরে দেখা যাবে এক ব্যতিক্রমী চিত্র। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১৫ হাজারেরও বেশি আর্জেন্টাইন ফুটবল সমর্থকের উপর।
আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ৩২ দলের এই ক্লাব বিশ্বকাপটি এবারই প্রথম বর্ধিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে অংশ নিচ্ছে আর্জেন্টিনার দুই ঐতিহ্যবাহী ক্লাব, বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। কিন্তু মাঠের বাইরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ সাংবাদিকদের জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত এই তালিকায় ১৫ হাজারের বেশি ব্যক্তির নাম রয়েছে। যাদের স্টেডিয়ামে প্রবেশের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তিনি এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, আর্জেন্টিনার স্টেডিয়ামের বিভিন্ন অপরাধে জড়িত কোনো সহিংস ব্যক্তি যাতে এই আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন নিউইয়র্ক টাইমস ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা তালিকাটি তৈরি করা হয়েছে ‘ট্রিবিউনা সেগুরা’ নামক একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে। এই প্রোগ্রামটি আর্জেন্টিনার বিভিন্ন স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করে।
মন্ত্রী বুলরিচ আরও জানান, ‘ট্রিবিউনা সেগুরা’ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লক্ষেরও বেশি দর্শককে পর্যবেক্ষণ করা হয়েছে। এর ফলস্বরূপ, ১ হাজার ১৬৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়াও, স্টেডিয়ামে প্রবেশাধিকার সীমিত করার জন্য ৪০টিরও বেশি প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে।
আসন্ন ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স ‘সি’ গ্রুপে খেলবে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে। অন্যদিকে, রিভার প্লেট ‘ই’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরে ও ইন্টার মিলানের সাথে।
কর্তৃপক্ষের এই কঠোর পদক্ষেপ মূলত মাঠের বাইরের বিশৃঙ্খলা এড়ানো এবং টুর্নামেন্টের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, এই নিষেধাজ্ঞার কতটা প্রভাব পড়ে গ্যালারির পরিবেশের উপর এবং মাঠের খেলায় এর কোনো প্রভাব পড়ে কিনা।
আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।