কান ফিল্ম ফেস্টিভাল
হ্যালি বেরির পোশাক বদলানো নিয়ে চাঞ্চল্য

- আপডেট সময় ০১:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
“বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসব এবার আলোচনায় নতুন নিয়ম নিয়ে! রেড কার্পেটে নগ্নতা এবং অতিবিলাসী পোশাক নিষিদ্ধ ঘোষণার পরেই বাধ্য হয়েছিলেন পোশাক বদলাতে অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি।
গতকাল জুরি প্রেস কনফারেন্সে তিনি মুখ খুললেন এই নিয়ে!
বেরি জানালেন, তিনি পরিকল্পনা করেছিলেন ডিজাইনার গুপ্তার তৈরি এক দৃষ্টিনন্দন গাউন পরতে। কিন্তু শেষ মুহূর্তে জানতে পারলেন, পোশাকটির অতিরিক্ত লম্বা ট্রেন নতুন নিয়ম লঙ্ঘন করবে! তাঁর কথায়, “আমি নিয়ম ভাঙতে চাইনি। নগ্নতা নিষিদ্ধ করাটা আসলে ভালো সিদ্ধান্ত!”
১২ মে উৎসবের আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, “এটি কোনো পোশাক নিয়ন্ত্রণ নয়, বরং নগ্নতা রোধ এবং অন্যের চলাচলে বাধা দেয় এমন পোশাক সীমিত করা।” যেমন—মেঝে ছোঁয়া ট্রেন বা ভারী পোশাক যা অন্যান্য অতিথিদের জন্য অসুবিধা তৈরি করতে পারে। এমনকি, নিয়ম ভঙ্গকারীদের এন্ট্রি করারও অধিকার রাখে কর্তৃপক্ষ!