সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের ফের দুই দিনের রিমান্ড

- আপডেট সময় ০১:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে জাহাংগীর আলমকে হাজির করা হয়। তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নিয়েছিলেন শেখ মেহেদী হাসান জুনায়েদ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় মিছিলে গুলিবর্ষণের ঘটনায় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় হত্যা মামলা দায়ের হয়।
জাহাংগীর আলম গত ১ অক্টোবর গ্রেপ্তার হন এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গত ১২ এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তার পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল।
এদিকে, আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনায় নতুন মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলকসহ মোট আটজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।