যুবরাজের কর্মদক্ষতায় ট্রাম্পের বিস্ময়, ‘তুমি ঘুমাও কীভাবে?’

- আপডেট সময় ০১:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অকুণ্ঠ প্রশংসা করেছেন। রিয়াদকে বিশ্বের অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি যুবরাজের ভূয়সী প্রশংসা করেন।
একইসঙ্গে তার কর্মদক্ষতা দেখে বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করেন, “তুমি কি রাতে আদৌ ঘুমাও? কীভাবে ঘুমাতে পারো তুমি?”
রিয়াদের বিশ্ব ব্যবসায়িক নেতাদের এক সম্মেলনে ট্রাম্প সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসককে এই প্রশ্ন করেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে, নানা সমালোচনা মোকাবিলা করে দেশকে শক্তিশালী ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার জন্য সৌদি যুবরাজের প্রশংসা করেন ট্রাম্প।
তিনি বলেন, “মোহাম্মদ, কী দারুণ কাজ তোমার! তিনি আমাদের অনেকের মতোই পাশ ফেরেন, সারা রাত এপাশ-ওপাশ করেন এই ভেবে যে, আমি কীভাবে আরও ভালো করতে পারি। যারা রাতে এপাশ-ওপাশ করেন না, তারা কখনোই আপনাকে প্রতিশ্রুত ভূমিতে নিয়ে যেতে পারবে না।”
ট্রাম্পের এমন উচ্ছ্বসিত প্রশংসায় বিন সালমান হেসে ফেলেন এবং দর্শক দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
এমবিএস নামেও পরিচিত এই যুবরাজের নেতৃত্বে সৌদি আরবের পরিবর্তনে নিজের মুগ্ধতা প্রকাশ করে ৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সমালোচকেরা ভেবেছিল এটা (সৌদির উত্থান) সম্ভব নয়, কিন্তু আপনারা তা করেছেন।
গত ৮ বছরে সৌদি আরব সমালোচকদের ভুল প্রমাণিত করেছে..আমি তাঁকে খুব পছন্দ করি। আমি তাঁকে অনেক বেশি পছন্দ করি।”
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ বজায় রাখার প্রতিশ্রুতি জানিয়ে ট্রাম্প ঘোষণা করেন, তিনি এমবিএস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অনুরোধে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। তিনি বলেন, “আহ, যুবরাজের জন্য আমি কত কিছুই না করি!”
ট্রাম্প তাঁর বক্তৃতায় সৌদি আরবকে ‘বিশ্বের কেন্দ্র’ হিসেবে আখ্যা দেন। তবে তিনি সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি ও ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেননি।