ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
বিডিআর বিদ্রোহ

বিস্ফোরক মামলায় ২৭ জনের মুক্তি, স্বজনদের মাঝে আনন্দাশ্রু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আজ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন সাবেক বিডিআর সদস্য। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের জামিন মঞ্জুর হওয়ায় কারাগারের ফটকে অপেক্ষারত আত্মীয়-স্বজনদের মধ্যে দেখা যায় আনন্দ আর স্বস্তির মিশ্রণ।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ২৭ জন বন্দি কাশিমপুরের বিভিন্ন কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে, গত সোমবার ঢাকার একটি বিশেষ আদালত এই মামলার ৪০ জন আসামির জামিন মঞ্জুর করেছিলেন।

আজ মুক্তি পাওয়াদের মধ্যে ১২ জন ছিলেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের, পাঁচজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর এবং দশজন ছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর বন্দি।

কারা সূত্রে আরও জানা যায়, আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া গত সোমবার এই ৪০ জনের জামিন মঞ্জুর করেন। এই ৪০ জনের মধ্যে বুধবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে আরও একজন এবং আজ এই ২৭ জনসহ মোট ২৮ জন মুক্তি পেলেন।

এর আগে বিডিআর বিদ্রোহের মূল অর্থাৎ হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন আসামি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। আজকের এই মুক্তিপ্রাপ্তদের নিয়ে এই মামলায় মোট ২১৮ জন সাবেক বিডিআর সদস্য জামিন পেলেন। দীর্ঘ সময় কারাভোগের পর আপনজনদের ফিরে পাওয়ায় মুক্তিপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে জানান, বন্দি ২৭ জন সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা ভালোভাবে যাচাই-বাছাই করা হয়। এরপর আজ সকালে তাদের আনুষ্ঠানিকভাবে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিডিআর বিদ্রোহ

বিস্ফোরক মামলায় ২৭ জনের মুক্তি, স্বজনদের মাঝে আনন্দাশ্রু

আপডেট সময় ০৩:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আজ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন সাবেক বিডিআর সদস্য। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের জামিন মঞ্জুর হওয়ায় কারাগারের ফটকে অপেক্ষারত আত্মীয়-স্বজনদের মধ্যে দেখা যায় আনন্দ আর স্বস্তির মিশ্রণ।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ২৭ জন বন্দি কাশিমপুরের বিভিন্ন কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে, গত সোমবার ঢাকার একটি বিশেষ আদালত এই মামলার ৪০ জন আসামির জামিন মঞ্জুর করেছিলেন।

আজ মুক্তি পাওয়াদের মধ্যে ১২ জন ছিলেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের, পাঁচজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর এবং দশজন ছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর বন্দি।

কারা সূত্রে আরও জানা যায়, আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া গত সোমবার এই ৪০ জনের জামিন মঞ্জুর করেন। এই ৪০ জনের মধ্যে বুধবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে আরও একজন এবং আজ এই ২৭ জনসহ মোট ২৮ জন মুক্তি পেলেন।

এর আগে বিডিআর বিদ্রোহের মূল অর্থাৎ হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন আসামি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। আজকের এই মুক্তিপ্রাপ্তদের নিয়ে এই মামলায় মোট ২১৮ জন সাবেক বিডিআর সদস্য জামিন পেলেন। দীর্ঘ সময় কারাভোগের পর আপনজনদের ফিরে পাওয়ায় মুক্তিপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে জানান, বন্দি ২৭ জন সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা ভালোভাবে যাচাই-বাছাই করা হয়। এরপর আজ সকালে তাদের আনুষ্ঠানিকভাবে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।