ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭৫ জন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭৫ জন। এদের মধ্যে ৭০ জন পুরুষ ও পাঁচজন নারী। কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এই ফলাফল ঘোষণা করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এ সময় নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন ও লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপনসহ পুলিশের বিভিন্ন পর্যায়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছিল ৪ এপ্রিল। এক হাজার ৩৫১ জন আবেদন করেছিলেন। মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৯০ জন।

এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৩৯ জন। সব ধাপের পরীক্ষা শেষে ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় ও ১৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭৫ জন

আপডেট সময় ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭৫ জন। এদের মধ্যে ৭০ জন পুরুষ ও পাঁচজন নারী। কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এই ফলাফল ঘোষণা করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এ সময় নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন ও লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপনসহ পুলিশের বিভিন্ন পর্যায়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছিল ৪ এপ্রিল। এক হাজার ৩৫১ জন আবেদন করেছিলেন। মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৯০ জন।

এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৩৯ জন। সব ধাপের পরীক্ষা শেষে ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় ও ১৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।