০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মেট্রোরেল বন্ধ থাকবে ঈদের দিন, ঈদের পর স্বাভাবিক চলাচল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত বছরের মতো এবারও ঈদুল ফিতরের দিন মেট্রোরেল সেবা বন্ধ থাকবে। তবে ঈদের পর থেকে আগের নিয়মিত সময়সূচিতে ফিরে যাবে মেট্রোরেলের চলাচল।

শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও অন্যান্য দিনে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করবে।

এর আগে রমজান মাসে মেট্রোরেলের সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায় ছাড়ে। সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করে ১০ মিনিট পরপর। এরপর সকাল ৭টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত ট্রেন ছাড়ে ৮ মিনিট অন্তর।

অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করে ১০ মিনিট পরপর। সকাল ৮টার পর থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন ছাড়ে ৮ মিনিট পরপর।

ডিএমটিসিএল জানায়, রমজান ও ঈদের পূর্ববর্তী দিন পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। ঈদের পর থেকে মেট্রোরেল আবারও স্বাভাবিক সময়সূচি (সকাল ৭টা থেকে রাত ৯টা) অনুসরণ করবে।

নিউজটি শেয়ার করুন

মেট্রোরেল বন্ধ থাকবে ঈদের দিন, ঈদের পর স্বাভাবিক চলাচল

আপডেট সময় ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গত বছরের মতো এবারও ঈদুল ফিতরের দিন মেট্রোরেল সেবা বন্ধ থাকবে। তবে ঈদের পর থেকে আগের নিয়মিত সময়সূচিতে ফিরে যাবে মেট্রোরেলের চলাচল।

শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও অন্যান্য দিনে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করবে।

এর আগে রমজান মাসে মেট্রোরেলের সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায় ছাড়ে। সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করে ১০ মিনিট পরপর। এরপর সকাল ৭টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত ট্রেন ছাড়ে ৮ মিনিট অন্তর।

অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করে ১০ মিনিট পরপর। সকাল ৮টার পর থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন ছাড়ে ৮ মিনিট পরপর।

ডিএমটিসিএল জানায়, রমজান ও ঈদের পূর্ববর্তী দিন পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। ঈদের পর থেকে মেট্রোরেল আবারও স্বাভাবিক সময়সূচি (সকাল ৭টা থেকে রাত ৯টা) অনুসরণ করবে।