প্রধান উপদেষ্টা ড. ইউনূস চীন সফর শেষে দেশে ফিরেছেন

- আপডেট সময় ০৯:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৩০৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : চীনের চার দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার রাত ৮টা ১০ মিনিটে দেশে ফিরে এসেছেন। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার হং লেই তাকে বেইজিং বিমানবন্দরে বিদায় জানান।
ড. ইউনূস গত ২৬ মার্চ চীনে পৌঁছান। তিনি হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেন। সেখানে চীনের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে তার বৈঠক হয়।
২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই দেশের মধ্যে সম্পর্ক ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়।
সফরের শেষ দিনে পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খানসহ অন্যরা।