শিবচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ১২:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন রেললাইনে শনিবার (১৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিবচরের পাঁচ্চরে রেললাইনের উপর ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন চলে যাওয়ার কিছু সময় পর রেললাইনে এ মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মধ্যবয়স্ক কোনো পুরুষ হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন, ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছেন। মরদেহ দেখে চেনার উপায় নেই। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।