ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে

বিলে মাছ ধরতে গিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার পেরিরচর গ্রামের সামনে থাকা পেরির বিলে শনিবার (১৭ মে) সকালে তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এর আগে শুক্রবার (১৬ মে) বিকেল তিনটার দিকে পেরির বিলে বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাপ্পু ও তানজিদ গতকাল শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খুঁজতেও বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বিলে মাছ ধরতে গিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার পেরিরচর গ্রামের সামনে থাকা পেরির বিলে শনিবার (১৭ মে) সকালে তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এর আগে শুক্রবার (১৬ মে) বিকেল তিনটার দিকে পেরির বিলে বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাপ্পু ও তানজিদ গতকাল শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খুঁজতেও বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।