রাশিয়া-ইউক্রেন বন্দি বিনিময় সমঝোতায় পৌঁছাল

- আপডেট সময় ০৪:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
রাশিয়া ও ইউক্রেন তুরস্কে প্রত্যাশিত যুদ্ধবিরতিতে সম্মত না হলেও বন্দি বিনিময় সংক্রান্ত বড় একটি সমঝোতায় পৌঁছেছে। উভয় দেশই দুই হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। এ যুদ্ধবন্দিদের অর্ধেক রুশ, বাকি অর্ধেক ইউক্রেনীয়।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত প্রায় সাড়ে তিন বছর ধরে যুদ্ধ চলছে। দেশ দুটির মধ্যে এই সময়সীমার মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবন্দি বিনিময় হয়েছে। তবে এবারই প্রথম একবারে এতো বেশি সংখ্যক যুদ্ধবিন্দিকে মুক্তি দিতে সম্মত হলো মস্কো ও কিয়েভ।
তুরস্কে রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রাশিয়া স্টেট টিভিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, দুই দেশের প্রতিনিধিদের আলোচনা সন্তোষজনক এবং কিয়েভের সঙ্গে মস্কো আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।
আমরা এক হাজার ইউক্রেনীয় যুদ্ধবিন্দকে মুক্তি দিতে সম্মত হয়েছি। এর বিনিময়ে ইউক্রেনও তাদের কারাগারে বন্দি এক হাজার রুশ যুদ্ধবিন্দিকে ছেড়ে দেবে। সাধারণভাবে বলতে গেলে, আলোচনার ফলাফলে আমরা সন্তুষ্ট এবং এটি চালিয়ে যাওয়ার জন্যও আমরা প্রস্তুত।
তিনি আরও বলেন, ইউক্রেনের প্রতিনিধিরা দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকের জন্য আমাদের অনুরোধ করেছেন। আমরা তাদের এই অনুরোধ গুরত্ব সহকারে নিয়েছি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে সরাসরি বৈঠকে সম্মত হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান নিয়ে ১৩ মে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ইস্তাম্বুলে গিয়েছিলেন জেলেনস্কি।
কিন্তু সেদিনই ট্রাম্প এক রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে যান এবং পুতিনও ইস্তাম্বুলে নিজে উপস্থিত থাকার পরিবর্তে তার প্রশাসনের মধ্যপর্যায়ের কূটনীতিক ভ্লাদিমির মেডিনস্কিকে রুশ কূটনৈতিক দলের প্রধান হিসেবে পাঠান।
এর আগে ইউক্রেন জানিয়েছিল যে তারা এক মাসের জন্য যুদ্ধবিরতি যেতে প্রস্তুত। তবে রাশিয়ার আশঙ্কা ছিল যে এক মাসের যুদ্ধবিরতি হলে ইউক্রেনে এই সময়সীমার মধ্যে নিজেদের সংগঠিত করে নতুন শক্তিতে যুদ্ধে ফিরে আসবে। এই কারণে মস্কো যুদ্ধবিরতির কিছু শর্ত প্রস্তাব করেছিল।
রাশিয়ান স্টেট টিভিকে মেডিনস্কি জানিয়েছেন, রাশিয়ার সেসব শর্ত নিয়ে শুক্রবারের বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সামনের দিনে এ ইস্যুতে আরও আলোচনা হবে।
সূত্র : রয়টার্স