ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা চান শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (১৭ মে) এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। এরপরও অনেকেই গত কয়েক মাসের বেতন পাননি। তাছাড়া তাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া হয় না। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। সরকার যদি দাবি না মানে তাহলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া নড়াইলের বলরাটোপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার বলেন, আমি গত এপ্রিল মাসের বেতন পাইনি। অনেক শিক্ষক আছেন যারা গত দু-তিন মাস বেতন পান না। আমাদের বেতন বকেয়া রাখা যাবে না, ঠিকমতো প্রতি মাসে বেতন দিতে হবে। আমাদের দাবি তো যৌক্তিক। যৌক্তিক দাবিতেই আমরা আন্দোলন করছি। দাবি না মানলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এ অবস্থান কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষক-কর্মচারী সারাদেশ থেকে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা চান শিক্ষকরা

আপডেট সময় ০৪:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (১৭ মে) এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। এরপরও অনেকেই গত কয়েক মাসের বেতন পাননি। তাছাড়া তাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া হয় না। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। সরকার যদি দাবি না মানে তাহলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া নড়াইলের বলরাটোপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার বলেন, আমি গত এপ্রিল মাসের বেতন পাইনি। অনেক শিক্ষক আছেন যারা গত দু-তিন মাস বেতন পান না। আমাদের বেতন বকেয়া রাখা যাবে না, ঠিকমতো প্রতি মাসে বেতন দিতে হবে। আমাদের দাবি তো যৌক্তিক। যৌক্তিক দাবিতেই আমরা আন্দোলন করছি। দাবি না মানলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এ অবস্থান কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষক-কর্মচারী সারাদেশ থেকে অংশ নিয়েছেন।