ইশরাককে শপথ না পড়াতে রিট আবেদনের ওপর শুনানি কার্যতালিকায়

- আপডেট সময় ০১:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানির জন্য রবিবার (কজলিস্টে) কার্যতালিকায় রয়েছে।
ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বলেছেন, হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি ৪১৯ ক্রমিকে রয়েছে।
অন্যদিকে রিটটি শুনানিতে উঠলে রিটের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানিতে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন ইশরাক হোসেনের আইনজীবী। এখন দেখার পালা কখন এটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে রিটে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী বুধবার (১৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।
এ বিষয়ে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। তিনি বলেন, এ সংক্রান্ত বিষয়ে রবিবার (১৮ মে) হাইকোর্টে রিট আবেদনটির শুনানি হতে পারে।
রিটকারীর আইনজীবী জানান, এ সংক্রান্ত বিষয়ে রবিবার (১৮ মে) শুনানির জন্য (কজলিস্টে) কার্যতালিকায় রিটটি নিচের দিকে থাকলে সেটি শুনানির জন্য এগিয়ে আনতে হাইকোর্টে উপস্থাপন করব।
ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন ২০২০ সালের ১ ফেব্রুয়ারি হয়। ঐ নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম গত ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন।
সাংবিধানিক সংস্থাটি ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে গুলিস্তানে নগরভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।