নারী নির্মাতাদের যে সাহসী বার্তা দিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট

- আপডেট সময় ০১:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
ক্রিস্টেন স্টুয়ার্ট পরিচালিত ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ সিনেমা কান ফিল্ম ফেস্টিভ্যালের আঁ সার্তে রিগা বিভাগে উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। অভিনেত্রী থেকে পরিচালক হওয়া এই তারকা ছবিটির প্রদর্শনীর আগে এক আলাপচারিতায় কড়া মন্তব্য করেছেন নির্মাণ নিয়ে। সেইসঙ্গে সাহসী বার্তা দিয়েছেন নারী নির্মাতাদের জন্য।
তিনি বলেছেন, ছবি বানাতে বছরের পর বছর টেকনিক্যাল প্রশিক্ষণ দরকার, এই ধারণা পুরুষতান্ত্রিক। যার সত্যিই কিছু বলার আছে, সে সিনেমা বানাতে পারবে। অভিজ্ঞতা না থাকলে নাকি হবে না! এসব আসলে পুরুষদের ব্যবসা সুরক্ষার কৌশল।
প্রকৃত চ্যালেঞ্জ দক্ষতা নয়, বরং অর্থ জোগাড় করে সিনেমা বানানোটাই বড় চ্যালেঞ্জ। তিনি যুক্তরাষ্ট্রে কোনো অর্থায়ন পাননি। তাকে কাজ করতে হয়েছে লাটভিয়া ও মাল্টায়।
ক্রিস্টেন স্টুয়ার্ট দ্য ক্রোনোলজি অব ওয়াটার ছবিটি বানিয়েছেন যত্ন নিয়ে। এতে তিনি নিজে অভিনয় করেননি। লিডিয়া ইউকনাভিচের আত্মজীবনী উঠে এসেছে ছবিতে। তার চার দশকের যাত্রা পর্দায় ফুটিয়ে তুলেছেন ইমোজেন পুটস।
কানে নিজের ছবি নিয়ে কথা বলতে গিয়ে ক্রিস্টেন নারী নির্মাতাদের উদ্দেশে বলেন, নিয়ম দেখে ভয় পাবেন না। বরং প্রশ্ন তুলুন কেন আপনি এতো নিয়মে থাকবেন। অযথা ডেডলাইন বা তথাকথিত নিয়মকে সন্দেহ করুন।
কানের লাল গালিচায় স্টুয়ার্টের এই ঘোষণাই বলছে, সিনেমার ভাষা বদলে দিতে নতুন প্রজন্মের নারীকণ্ঠ হিসেবে প্রস্তুত তিনি।