০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোববার ঈদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১০:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যায় দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন। এভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এবার ২৯ দিন রোজা পালন করা হলো।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস জানায়, সৌদি আরবের সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেয়।

এদিকে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ব্রুনাইতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর পালন করা হবে। এসব দেশে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় রমজানের ৩০তম রোজা পালন করা হচ্ছে।

এর আগে সবচেয়ে প্রথম ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। সেখানেও সোমবার ঈদ উদযাপিত হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এখনও ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই এসব দেশে ঈদের তারিখ নিশ্চিত করা হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোববার ঈদ

আপডেট সময় ১০:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যায় দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন। এভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এবার ২৯ দিন রোজা পালন করা হলো।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস জানায়, সৌদি আরবের সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেয়।

এদিকে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ব্রুনাইতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর পালন করা হবে। এসব দেশে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় রমজানের ৩০তম রোজা পালন করা হচ্ছে।

এর আগে সবচেয়ে প্রথম ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। সেখানেও সোমবার ঈদ উদযাপিত হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এখনও ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই এসব দেশে ঈদের তারিখ নিশ্চিত করা হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।