মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেনে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সোমবার (১৯ মে) ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে। না করলেতো আপনারাই প্রশ্ন তুলতেন। তবে এ বিষয়ে তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণ হলে ছেড়ে দেওয়া হবে।
যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেফতার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ট্যাগস :
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণহত্যা গ্রেফতার জুলাই নির্দোষ নুসরাত ফারিয়া মামলা স্বরাষ্ট্র উপদেষ্টা