ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

মেসি সর্বকালের সেরা ফুটবলার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন বা আইএফএফএইচএস। তাদের প্রকাশিত সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকায় রয়েছে চমকপ্রদ কিছু নাম! তাহলে চলুন, জেনে নিই কারা আছেন এই তালিকায় আর কে শীর্ষে!

শীর্ষে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার জাদুকর, লিওনেল মেসি! জ্বী, মেসিই এখন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত। তাঁর অসাধারণ দক্ষতা, রেকর্ড গড়া গোল, এবং ২০২২ সালে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব তাঁকে এই স্থান এনে দিয়েছে।

কিন্তু চমকের ব্যাপার হলো, তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা তিনেও জায়গা পাননি! রোনালদো আছেন চতুর্থ স্থানে।

দুই নম্বরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তিনটি বিশ্বকাপ জয়ী এই মহাতারকার নাম ফুটবলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা।

তিন নম্বরে রয়েছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি, ডিয়াগো ম্যারাডোনা, যিনি ১৯৮৬ সালের বিশ্বকাপে নিজের জাদু দেখিয়েছিলেন।

পাঁচ নম্বরে আছেন নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ, যিনি টোটাল ফুটবলের জনক হিসেবে পরিচিত। ছয় ও সাত নম্বরে আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও এবং ফ্রান্সের জিনেদিন জিদান।

এরপর আছেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনা ও স্পেনের আলফ্রেদো ডি স্টেফানো, এবং ব্রাজিলের ম্যাজিশিয়ান রোনালদিনহো।

এই তালিকা তৈরি করতে আইএফএফএইচএস একটি হাইব্রিড পদ্ধতি ব্যবহার করেছে। ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত এই সংস্থা বিশ্বজুড়ে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে।

তারা জানিয়েছে, এই র‌্যাংকিং তৈরিতে ১০০ জন বিশেষজ্ঞের ভোটের ২৫% এবং বিশ্বব্যাপী ভক্ত ও গণমাধ্যমের অনলাইন ভোটের ৭৫% বিবেচনা করা হয়েছে। ফলে এই তালিকা শুধু বিশেষজ্ঞদের নয়, ফুটবল ভক্তদের মতামতেরও প্রতিফলন।

তবে এই তালিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক! অনেকে মনে করছেন, রোনালদোর পাঁচটি ব্যালন ডি’অর এবং অসংখ্য রেকর্ড তাঁকে আরও উপরে রাখার দাবি রাখে। আবার মেসির ভক্তরা বলছেন, তাঁর খেলার ধরন এবং ধারাবাহিকতা তাঁকে সত্যিই সর্বকালের সেরা করে তুলেছে।

 

নিউজটি শেয়ার করুন

মেসি সর্বকালের সেরা ফুটবলার

আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন বা আইএফএফএইচএস। তাদের প্রকাশিত সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকায় রয়েছে চমকপ্রদ কিছু নাম! তাহলে চলুন, জেনে নিই কারা আছেন এই তালিকায় আর কে শীর্ষে!

শীর্ষে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার জাদুকর, লিওনেল মেসি! জ্বী, মেসিই এখন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত। তাঁর অসাধারণ দক্ষতা, রেকর্ড গড়া গোল, এবং ২০২২ সালে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব তাঁকে এই স্থান এনে দিয়েছে।

কিন্তু চমকের ব্যাপার হলো, তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা তিনেও জায়গা পাননি! রোনালদো আছেন চতুর্থ স্থানে।

দুই নম্বরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তিনটি বিশ্বকাপ জয়ী এই মহাতারকার নাম ফুটবলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা।

তিন নম্বরে রয়েছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি, ডিয়াগো ম্যারাডোনা, যিনি ১৯৮৬ সালের বিশ্বকাপে নিজের জাদু দেখিয়েছিলেন।

পাঁচ নম্বরে আছেন নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ, যিনি টোটাল ফুটবলের জনক হিসেবে পরিচিত। ছয় ও সাত নম্বরে আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও এবং ফ্রান্সের জিনেদিন জিদান।

এরপর আছেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনা ও স্পেনের আলফ্রেদো ডি স্টেফানো, এবং ব্রাজিলের ম্যাজিশিয়ান রোনালদিনহো।

এই তালিকা তৈরি করতে আইএফএফএইচএস একটি হাইব্রিড পদ্ধতি ব্যবহার করেছে। ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত এই সংস্থা বিশ্বজুড়ে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে।

তারা জানিয়েছে, এই র‌্যাংকিং তৈরিতে ১০০ জন বিশেষজ্ঞের ভোটের ২৫% এবং বিশ্বব্যাপী ভক্ত ও গণমাধ্যমের অনলাইন ভোটের ৭৫% বিবেচনা করা হয়েছে। ফলে এই তালিকা শুধু বিশেষজ্ঞদের নয়, ফুটবল ভক্তদের মতামতেরও প্রতিফলন।

তবে এই তালিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক! অনেকে মনে করছেন, রোনালদোর পাঁচটি ব্যালন ডি’অর এবং অসংখ্য রেকর্ড তাঁকে আরও উপরে রাখার দাবি রাখে। আবার মেসির ভক্তরা বলছেন, তাঁর খেলার ধরন এবং ধারাবাহিকতা তাঁকে সত্যিই সর্বকালের সেরা করে তুলেছে।