আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া

- আপডেট সময় ১১:২০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করছেন। লন্ডনে বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে এবারের ঈদ কাটাচ্ছেন তিনি।
এর আগে, ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেছিলেন খালেদা জিয়া এবং সেখানেই পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছিলেন। তবে এরপর দীর্ঘদিন কারাবাস ও অসুস্থতার কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ হয়নি তাঁর।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। ৮ থেকে ২৪ জানুয়ারি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি। মেডিকেল দলের সদস্যরাও সার্বক্ষণিক তাঁর স্বাস্থ্যের খোঁজ রাখছেন। তিনি এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ এবং মানসিকভাবেও চাঙ্গা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করতে পারছেন বেগম খালেদা জিয়া, এটি অবশ্যই আনন্দের বিষয়।’