ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত রাস্তায় থাকবে ইশরাকের সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ২৫৮ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে চলমান নাটকীয়তার অবসান হলো আজ। হাইকোর্ট আজ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। এর ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না।

এদিকে মেয়র ঘোষণা নিয়ে রিট খারিজের খবর আসার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলছেন ইশরাক।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না , আরও বিস্তৃত করতে হবে।’

এর অর্থ দাঁড়ায়, হাইকোর্টের রায় ইশরাককে শপথ নেওয়ার পথ উন্মুক্ত করলেও, তিনি এবং তার সমর্থকরা এখনই রাজপথ ছাড়ছেন না। তারা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে, নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ওই বছরের ৩ মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

গত বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ১৯শে আগস্ট দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর, গত ২৭শে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭শে এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে।

গেজেট প্রকাশের পরও শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় ইশরাকের সমর্থকরা গত আট দিন ধরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের মূল দাবি ছিল, ইশরাককে দ্রুত মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। আজকের হাইকোর্টের রায়ের পর আইনি বাধা দূর হলেও, ইশরাকের নতুন শর্ত এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত রাস্তায় থাকবে ইশরাকের সমর্থকরা

আপডেট সময় ০২:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে চলমান নাটকীয়তার অবসান হলো আজ। হাইকোর্ট আজ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। এর ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না।

এদিকে মেয়র ঘোষণা নিয়ে রিট খারিজের খবর আসার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলছেন ইশরাক।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না , আরও বিস্তৃত করতে হবে।’

এর অর্থ দাঁড়ায়, হাইকোর্টের রায় ইশরাককে শপথ নেওয়ার পথ উন্মুক্ত করলেও, তিনি এবং তার সমর্থকরা এখনই রাজপথ ছাড়ছেন না। তারা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে, নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ওই বছরের ৩ মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

গত বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ১৯শে আগস্ট দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর, গত ২৭শে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭শে এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে।

গেজেট প্রকাশের পরও শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় ইশরাকের সমর্থকরা গত আট দিন ধরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের মূল দাবি ছিল, ইশরাককে দ্রুত মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। আজকের হাইকোর্টের রায়ের পর আইনি বাধা দূর হলেও, ইশরাকের নতুন শর্ত এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।