ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ব্যবসায়ীর গরু কেনার টাকা নিয়ে গেলো অজ্ঞানপার্টি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

অজ্ঞানপার্টি ও ছিনতাই চক্র কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাট ও আশপাশের এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে চুয়াডাঙ্গায় গরু কিনতে গিয়ে এমন একটি চক্রের খপ্পরে পড়ে সাড়ে চার লাখ টাকা হারিয়েছেন ঝিনাইদহের এক গরু ব্যবসায়ী।

দর্শনা শাপলা বাস কাউন্টারের সামনে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী মো. আজগর আলী ৪৫ ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি চুয়াডাঙ্গা বড়বাজার থেকে শিয়ালমারী গরুর হাটের উদ্দেশে শাপলা পরিবহনের একটি বাসে ওঠেন। সঙ্গে ছিল কোরবানির গরু কেনার জন্য নগদ চার লাখ ৫০ হাজার টাকা।

বাসে উঠার কিছুক্ষণ পরই তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। দুর্বৃত্তরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব অর্থ হাতিয়ে নেয়। পরে বাসের যাত্রীরা আজগর আলীকে অচেতন অবস্থায় দর্শনা শাপলা কাউন্টারের পাশে ফেলে রেখে চলে যায়।

তার চাচা বাবুল বলেন, ঘটনার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে দর্শনায় ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহবুবা মুস্তাকিম মৌ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে চেতনানাশক কিছু খাওয়ানো বা প্রয়োগ করা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছি।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, কোরবানির মৌসুম ঘিরে যাত্রীবাহী যানবাহন ও হাট এলাকায় অজ্ঞানপার্টির তৎপরতা বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

দর্শনা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জনগণকে আরও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ব্যবসায়ীর গরু কেনার টাকা নিয়ে গেলো অজ্ঞানপার্টি

আপডেট সময় ১২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

অজ্ঞানপার্টি ও ছিনতাই চক্র কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাট ও আশপাশের এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে চুয়াডাঙ্গায় গরু কিনতে গিয়ে এমন একটি চক্রের খপ্পরে পড়ে সাড়ে চার লাখ টাকা হারিয়েছেন ঝিনাইদহের এক গরু ব্যবসায়ী।

দর্শনা শাপলা বাস কাউন্টারের সামনে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী মো. আজগর আলী ৪৫ ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি চুয়াডাঙ্গা বড়বাজার থেকে শিয়ালমারী গরুর হাটের উদ্দেশে শাপলা পরিবহনের একটি বাসে ওঠেন। সঙ্গে ছিল কোরবানির গরু কেনার জন্য নগদ চার লাখ ৫০ হাজার টাকা।

বাসে উঠার কিছুক্ষণ পরই তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। দুর্বৃত্তরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব অর্থ হাতিয়ে নেয়। পরে বাসের যাত্রীরা আজগর আলীকে অচেতন অবস্থায় দর্শনা শাপলা কাউন্টারের পাশে ফেলে রেখে চলে যায়।

তার চাচা বাবুল বলেন, ঘটনার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে দর্শনায় ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহবুবা মুস্তাকিম মৌ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে চেতনানাশক কিছু খাওয়ানো বা প্রয়োগ করা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছি।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, কোরবানির মৌসুম ঘিরে যাত্রীবাহী যানবাহন ও হাট এলাকায় অজ্ঞানপার্টির তৎপরতা বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

দর্শনা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জনগণকে আরও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।