তিনটি গরু কিনলেই ওমরাহ হজ ফ্রি!

- আপডেট সময় ০২:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
ঈদ উল আযহা মানেই কোরবানির প্রস্তুতি আর তার সাথে নতুন নতুন চমক। আর এবার সেই চমক নিয়ে হাজির পটুয়াখালীর এক খামারি। তিনি এমন এক অফার দিয়েছেন যা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে! কী সেই অফার? শুনলে অবাক হবেন – তিনটি গরু কিনলেই সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র ওমরাহ হজ করার সুযোগ!
ঈদুল আযহা উপলক্ষে পটুয়াখালীর কোরবানির হাট এবার কাঁপাতে আসছে তিন বিশালদেহী ষাঁড় – রাঙ্গা দুদু, কালা পাহাড় ও রাজা মানিক। এদের নাম যেমন রাজকীয়, তেমনই এদের শারীরিক গঠনও নজরকাড়া।
এই তিন গরুর মালিক, মুফতি হাবিবুর রহমান মিসবাহ, ঘোষণা করেছেন যে, যদি কোনো ক্রেতা এই তিনটি গরু একসঙ্গে কেনেন, তবে তাকে বিনামূল্যে ওমরাহ হজ করানো হবে।
মুফতি হাবিবুর রহমান মিসবাহ তার এই প্রিয় পোষা গরুগুলোর নাম রেখেছেন আদর করে। চলুন জেনে নিই তাদের বিস্তারিত:
- রাঙ্গা দুদু: প্রায় ৩ বছর বয়সী এই ষাঁড়টির ওজন প্রায় ২০ মণ। এর দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা।
- কালা পাহাড়: এর বয়সও প্রায় রাঙ্গা দুদুর সমান। তবে এর গায়ে মাংসের পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এরও দাম চাওয়া হয়েছে ১৬ লাখ টাকা।
- রাজা মানিক: এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট রাজা মানিক। এর ওজন প্রায় ১৫ মণ। এর দাম রাখা হয়েছে ১২ লাখ টাকা।
মালিক মোট ৪৩ লাখ টাকা দাম হাঁকিয়েছেন এই তিনটি গরুর জন্য। আর এই তিনটিকে একসঙ্গে কিনলেই মিলবে ওমরাহ হজ করার দারুণ সুযোগ।
পটুয়াখালীর কুয়াকাটার তুলাতলিতে অবস্থিত ৩১৩ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মুফতি হাবিবুর রহমান মিসবাহ জানান, তার ফার্মের বেশিরভাগ ষাঁড়ই শাহীওয়াল ও ফ্রিজিয়ান জাতের। কোরবানির জন্য এবার এই তিনটি বিশেষ ষাঁড় প্রস্তুত করা হয়েছে। তার এই অভিনব অফার ইতিমধ্যেই স্থানীয়দের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে।