ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সাভার মহিলা লীগের সাবেক সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

ঢাকার সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড মেম্বার সালমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে।

আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে শুক্রবার (২৩ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চার, পাঁচ, ও ছয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার এবং সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা করে। সেই মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার। মামলার পর থেকে তিনি গা-ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক বলেন, বিকেলে অভিযান পরিচালনা করে সালমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

সাভার মহিলা লীগের সাবেক সভাপতি গ্রেফতার

আপডেট সময় ০১:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ঢাকার সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড মেম্বার সালমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে।

আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে শুক্রবার (২৩ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চার, পাঁচ, ও ছয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার এবং সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা করে। সেই মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার। মামলার পর থেকে তিনি গা-ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক বলেন, বিকেলে অভিযান পরিচালনা করে সালমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে।