ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

আদালত অবমাননার অভিযোগে সারজিসকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিষয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনা এখন দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই নোটিশ পাঠান। নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

একই সাথে, দুই ঘণ্টার মধ্যে একটি প্রেস কনফারেন্স করে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, আইনজীবী জসিম উদ্দিন তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আইনজীবী জসিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ডাকযোগের পাশাপাশি সারজিস আলমের হোয়াটসঅ্যাপ নম্বরেও এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো. মো. সারজিস আলমকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে আইনজীবী মামুনুর রশিদ হাইকোর্টে একটি রিট করেন।

বৃহস্পতিবার হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দেন। এই রায় ঘোষণার পরপরই, সারজিস আলম তার ভেরিফায়েড মেটা (ফেসবুক) আইডি থেকে রাত ১১টা ৪৯ মিনিটে একটি মন্তব্য পোস্ট করেন।

এই মন্তব্যের মাধ্যমেই তিনি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, বিচার বিভাগের প্রতি চরম অসম্মান দেখিয়েছেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।

এটিকে মর্যাদাহানিকর এবং স্পষ্টতই আদালত অবমাননা হিসেবে গণ্য করা হয়েছে। দেশের বিচার ব্যবস্থার প্রতি এমন মন্তব্য নিঃসন্দেহে জনমনে প্রশ্ন তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

আদালত অবমাননার অভিযোগে সারজিসকে লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০১:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিষয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনা এখন দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই নোটিশ পাঠান। নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

একই সাথে, দুই ঘণ্টার মধ্যে একটি প্রেস কনফারেন্স করে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, আইনজীবী জসিম উদ্দিন তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আইনজীবী জসিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ডাকযোগের পাশাপাশি সারজিস আলমের হোয়াটসঅ্যাপ নম্বরেও এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো. মো. সারজিস আলমকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে আইনজীবী মামুনুর রশিদ হাইকোর্টে একটি রিট করেন।

বৃহস্পতিবার হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দেন। এই রায় ঘোষণার পরপরই, সারজিস আলম তার ভেরিফায়েড মেটা (ফেসবুক) আইডি থেকে রাত ১১টা ৪৯ মিনিটে একটি মন্তব্য পোস্ট করেন।

এই মন্তব্যের মাধ্যমেই তিনি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, বিচার বিভাগের প্রতি চরম অসম্মান দেখিয়েছেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।

এটিকে মর্যাদাহানিকর এবং স্পষ্টতই আদালত অবমাননা হিসেবে গণ্য করা হয়েছে। দেশের বিচার ব্যবস্থার প্রতি এমন মন্তব্য নিঃসন্দেহে জনমনে প্রশ্ন তৈরি করেছে।