শেরপুরে ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৪:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৩২৬ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন শেরপুর শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ রানা।
শহরের সিংপাড়ার নিজ বাসা থেকে তাকে শুক্রবার (২৩ মে) ভোরে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম।
পুলিশ জানায়, মেহেদী মাসুদ রানা শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন। তার বিরুদ্ধে ছাত্র হত্যার ঘটনায় মামলা হয়। সে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।