বাংলাদেশে আগামীকাল ঈদুল ফিতর

- আপডেট সময় ০৭:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্মবিষয়ক উপদেষ্টা ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, “দেশের বিভিন্ন স্থান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সোমবার ঈদুল ফিতর পালিত হবে।”
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
রমজান মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের দিন নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, সৌদি আরবে আজ (৩০ মার্চ) ঈদুল ফিতর পালিত হচ্ছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। এবারও সে রীতি অনুসরণ করা হয়েছে।