ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

আসিফ-মাহফুজ গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয়: হাসনাত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

বর্তমান অন্তর্বর্তী সরকারের ছাত্রবিষয়ক দুই উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে বিএনপি। এই দাবির পর থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এই উপদেষ্টারা আসলে কার প্রতিনিধি? তারা কি কোনো রাজনৈতিক দলের অংশ, নাকি গণঅভ্যুত্থানের ফসল?

এই বিষয়ে রবিবার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আছেন।

তাদের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, এমনকি এনসিপির প্রতিনিধি হিসেবেও তারা এই সরকারে নেই।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, উপদেষ্টাদের দলীয় পরিচয়ে ট্যাগ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছেন এবং তাদের সম্মানহানি যাতে না হয়, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই বিতর্কের মধ্যেই এনসিপি তাদের চলমান পথসভা কর্মসূচির মাধ্যমে বিচার, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা জনসাধারণের কাছে তুলে ধরছে। একই সাথে তারা সাধারণ মানুষের মতামত জানারও চেষ্টা করছে।

হাসনাত আবদুল্লাহ গতকাল প্রধান উপদেষ্টার কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনাও দিয়েছেন। এর মধ্যে রয়েছে সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন, এবং আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন।

তিনি দ্রুততম সময়ে বিচার, সংস্কার ও নির্বাচনের একটি বিস্তারিত রোডম্যাপ প্রকাশের ওপর জোর দিয়েছেন।

আজ এনসিপি চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া এবং বোয়ালখালীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

 

নিউজটি শেয়ার করুন

আসিফ-মাহফুজ গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয়: হাসনাত

আপডেট সময় ০১:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বর্তমান অন্তর্বর্তী সরকারের ছাত্রবিষয়ক দুই উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে বিএনপি। এই দাবির পর থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এই উপদেষ্টারা আসলে কার প্রতিনিধি? তারা কি কোনো রাজনৈতিক দলের অংশ, নাকি গণঅভ্যুত্থানের ফসল?

এই বিষয়ে রবিবার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আছেন।

তাদের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, এমনকি এনসিপির প্রতিনিধি হিসেবেও তারা এই সরকারে নেই।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, উপদেষ্টাদের দলীয় পরিচয়ে ট্যাগ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছেন এবং তাদের সম্মানহানি যাতে না হয়, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই বিতর্কের মধ্যেই এনসিপি তাদের চলমান পথসভা কর্মসূচির মাধ্যমে বিচার, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা জনসাধারণের কাছে তুলে ধরছে। একই সাথে তারা সাধারণ মানুষের মতামত জানারও চেষ্টা করছে।

হাসনাত আবদুল্লাহ গতকাল প্রধান উপদেষ্টার কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনাও দিয়েছেন। এর মধ্যে রয়েছে সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন, এবং আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন।

তিনি দ্রুততম সময়ে বিচার, সংস্কার ও নির্বাচনের একটি বিস্তারিত রোডম্যাপ প্রকাশের ওপর জোর দিয়েছেন।

আজ এনসিপি চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া এবং বোয়ালখালীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।