জাতীয় দলের প্রথম বহর পাকিস্তান পৌঁছেছে

- আপডেট সময় ০১:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। প্রথম দফায় পাকিস্তান গেছে ১০ সদস্যের স্কোয়াড। বাকিরা যাবেন আগামীকাল সোমবার। রবিবার (২৫ মে) লাহোরে পৌঁছানো সদস্যদের মধ্যে আছেন হাসান মাহমুদ, মোহাম্মদ তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য।
উভয় দল আগামী ২৬ ও ২৭ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে এবং ম্যাচের আগের দিন (২৭ মে) দুই অধিনায়ক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ মে শুরু হবে সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে এবং শেষটি ১ জুন। সব ম্যাচই বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে।
মূলত, দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ দল গেল ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। আর সিরিজটি ছিল পাঁচ ম্যাচের, যার প্রথমটি ২৫ মে ফয়সালাবাদে হওয়ার কথা। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে নিরাপত্তা ও লজিস্টিক কারণে সিরিজটি তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে এবং সব ম্যাচই লাহোরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশ স্কোয়াডের দুই সদস্য রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ শুরুতে স্কোয়াডে না থাকলেও সৌম্য সরকারের পিঠের ইনজুরি তাকে দলে জায়গা করে দিয়েছে। নাম প্রত্যাহার করায় এই সিরিজে নেই পেসার নাহিদ রানা।
আজ রাত সাড়ে আটটায় পিএসএলের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে মাঠে নামবে রিশাদ-মিরাজের লাহোর কালান্দার্স। এই ম্যাচ শেষ করেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন দুই টাইগার ক্রিকেটার। আইপিএল শেষ করে ভারত থেকে সরাসরি জাতীয় দলে যুক্ত হবেন মোস্তাফিজুর রহমান।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছে (২-১) বাংলাদেশ। অর্থাৎ টি-টোয়েন্টিতে জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই চরম ব্যর্থ হয়েছেন লিটন দাস। পাকিস্তান সিরিজকে নিজের নেতৃত্ব গুণাবলী প্রমাণের সুযোগ হিসেবে দেখবেন ডানহাতি টাইগার ব্যাটার।
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।