০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চীনে নতুন তেলের খনি আবিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব-দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার করেছে চীন। চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিএনওওসি) জানিয়েছে, সেখানে ১০ কোটি টনেরও বেশি তেল মজুদ থাকতে পারে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিনহুয়া জানিয়েছে, হুইঝো ১৯-৬ তেলক্ষেত্রটি গুয়াংডং প্রদেশের শেনজেন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত। পরীক্ষামূলক খনন থেকে দৈনিক ৪১৩ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬৮ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়েছে।

সিএনওওসির সিইও ঝোউ সিনহুয়াই তেল ও গ্যাস অনুসন্ধানের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে বলেছেন, প্রতিষ্ঠানটি পরপর দুই বছর ধরে ১০০ মিলিয়ন টন তেলক্ষেত্র আবিষ্কার করেছে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন জানায়, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ থাকলেও আবিষ্কৃত তেল ও গ্যাসের বেশিরভাগ মজুদ অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় রয়েছে।

চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশই নিজেদের দাবি করে, তবে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই এতে আপত্তি জানিয়েছে। সিএনওওসির প্রধান ভূতাত্ত্বিক জু চাংগুই এ আবিষ্কারকে ‘বড় সাফল্য’ বলে উল্লেখ করেছেন।

মার্কিন সরকারের বিশ্লেষণ অনুযায়ী, চীন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। গত বছর দেশটি প্রতিদিন এক কোটি ১১ লাখ ব্যারেল তেল আমদানি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চীনে নতুন তেলের খনি আবিষ্কার

আপডেট সময় ০৪:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব-দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার করেছে চীন। চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিএনওওসি) জানিয়েছে, সেখানে ১০ কোটি টনেরও বেশি তেল মজুদ থাকতে পারে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিনহুয়া জানিয়েছে, হুইঝো ১৯-৬ তেলক্ষেত্রটি গুয়াংডং প্রদেশের শেনজেন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত। পরীক্ষামূলক খনন থেকে দৈনিক ৪১৩ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬৮ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়েছে।

সিএনওওসির সিইও ঝোউ সিনহুয়াই তেল ও গ্যাস অনুসন্ধানের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে বলেছেন, প্রতিষ্ঠানটি পরপর দুই বছর ধরে ১০০ মিলিয়ন টন তেলক্ষেত্র আবিষ্কার করেছে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন জানায়, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ থাকলেও আবিষ্কৃত তেল ও গ্যাসের বেশিরভাগ মজুদ অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় রয়েছে।

চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশই নিজেদের দাবি করে, তবে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই এতে আপত্তি জানিয়েছে। সিএনওওসির প্রধান ভূতাত্ত্বিক জু চাংগুই এ আবিষ্কারকে ‘বড় সাফল্য’ বলে উল্লেখ করেছেন।

মার্কিন সরকারের বিশ্লেষণ অনুযায়ী, চীন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। গত বছর দেশটি প্রতিদিন এক কোটি ১১ লাখ ব্যারেল তেল আমদানি করেছে।