ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

মৃত্যুদণ্ড থেকে মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ২৫৯ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতি এজলাসে আসেন। এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আইনি বিষয় তুলে ধরেন। এরপরই সকাল ৯টা ৫৫ মিনিটে রায় ঘোষণা শুরু হয়।

এর আগে গত ৮ মে, তারিখে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষ হয়েছিলো। সেদিন শুনানি শেষে আদালত আজকের (২৭ মে) দিনটি রায় ঘোষণার জন্য ধার্য করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ এই রায় ঘোষণা করা হলো।

এটিএম আজহারের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মোট ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিলো।

২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে আজহারুল ইসলামকে ২, ৩, এবং ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।

এছাড়াও, ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর এবং ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

মৃত্যুদণ্ড থেকে মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার

আপডেট সময় ১২:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতি এজলাসে আসেন। এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আইনি বিষয় তুলে ধরেন। এরপরই সকাল ৯টা ৫৫ মিনিটে রায় ঘোষণা শুরু হয়।

এর আগে গত ৮ মে, তারিখে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষ হয়েছিলো। সেদিন শুনানি শেষে আদালত আজকের (২৭ মে) দিনটি রায় ঘোষণার জন্য ধার্য করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ এই রায় ঘোষণা করা হলো।

এটিএম আজহারের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মোট ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিলো।

২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে আজহারুল ইসলামকে ২, ৩, এবং ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।

এছাড়াও, ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর এবং ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিলো।